Logo
Logo
×

সারাদেশ

আদালতের সোফায় সাপ, আতঙ্কে বিচারকাজ মুলতবি

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম

আদালতের সোফায় সাপ, আতঙ্কে বিচারকাজ মুলতবি

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সোফায় ঝুলে থাকা একটি সাপের আতঙ্কে আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় অবস্থিত আদালত কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিচারপ্রার্থীরা বিষাক্ত সাপটি পিটিয়ে মেরে ফেলেন। 

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল জানান, দুপুর ১২টায় এজলাসে বিচারকাজ শুরু হলে আইনজীবীদের বসার সোফার পেছনে ফোমের ভিতর সাপটি দেখতে পান আইনজীবীরা। এ সময় আদালত কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ সবাইকে নিরাপদে থাকতে বলে এজলাস কক্ষ ত্যাগ করেন।

এজলাস কক্ষ থেকে সোফাটি বের করে উপস্থিত লোকজন সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে আদালতের বিচার কার্যক্রম মুলতবি করা হয়।

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য এসএম জসিম উদ্দিন বলেন, বিচার কার্যক্রম চলা অবস্থায় আইনজীবীদের বসার সোফার পেছনে একটি দুই হাত লম্বা কাল সাপ দেখতে পেয়ে বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিচারক এজলাস কক্ষ ত্যাগ করেন। বিচারপ্রার্থী ও আইনজীবীরা আতঙ্কে হুড়োহুড়ি করেন। একপর্যায়ে সোফাটি আদালতের বাহিরে বারান্দায় বের করে সাপটি মেরে ফেলেন বিচারপ্রার্থীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম