Logo
Logo
×

সারাদেশ

অবৈধ সম্পদ অর্জন

গাইবান্ধা পোস্টাল অপারেটরের ৯ বছরের কারাদণ্ড

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম

গাইবান্ধা পোস্টাল অপারেটরের ৯ বছরের কারাদণ্ড

অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় গাইবান্ধা প্রধান ডাকঘরের বরখাস্তকৃত পোস্টাল অপারেটর হাবিবুর রহমানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আÍসাৎ করা ২৮ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা আগামী দুই মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে রংপুর অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।

রায় ঘোষণার সময় হাবিবুর রহমান কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ির চরেরহাট পবনাপুর গ্রামে।

আদালতের পাবলিক প্রসিকিউটির অ্যাড. হারুন অর রশিদ জানান, হাবিবুরের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর রংপুর কোতোয়ালি থানায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে অনুসন্ধান শেষে মামলা করেন রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপপরিচালক বীরকান্ত রায়।

ওই মামলায় দুই ধারায় ৯ বছরের কারাদণ্ড এবং আÍসাৎ করা টাকা অর্থদণ্ড করা হয়। এতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন এ ধরনের রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে মাইলফলক হিসাবে কাজ করে।

তবে বিবাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান জানান, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম