সিলেটে গ্যাস লাইনে আগুন, স্থানীয়দের মাঝে আতঙ্ক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম
সিলেট মহানগরের কুমারপাড়ায় গ্যাস সঞ্চালন লাইনে সোমবার বিকালে আগুন ও ধোঁয়া দেখা দেওয়ায় পথচারী এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে আগুন নিভিয়ে ফেলা হয়।
খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস টিমের নেতৃত্বে থাকা সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, খবর পাওয়ামাত্র আমরা এসে ৫-৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে জালালাবাদ গ্যাসের একটি টিম এসে লাইন মেরামতের কাজ করে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা দেড়টার দিকে কুমারপাড়ার বসুন্ধরা মোটরস নামক প্রতিষ্ঠানের সামনে কালভার্টের নিচে গ্যাস সঞ্চালনের লাইন থেকে হঠাৎ কিছুটা আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের তালতলার স্টেশনে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।