Logo
Logo
×

সারাদেশ

সুটকেসের ভেতর লাশের পরিচয় শনাক্ত দাবি পুলিশের, বিস্তারিত জানায়নি

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:২২ পিএম

সুটকেসের ভেতর লাশের পরিচয় শনাক্ত দাবি পুলিশের, বিস্তারিত জানায়নি

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের বাস কাউন্টারের সামনে সুটকেসের ভেতরে পাওয়া লাশের পরিচয় শনাক্ত এবং হত্যার বিস্তারিত জানার দাবি করেছে পুলিশ।

সোমবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এছাড়া হত্যার রহস্য উন্মোচনের বিষয়েও কোনো তথ্য দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুই-একদিনের মধ্যেই ঘটনার বিস্তারিত জানানো হবে।

গত শনিবার সকালে শহরের বাসস্ট্যান্ডে গোল্ডেন লাইন পরিবহণের কাউন্টারের সামনে তালা ভেঙে সুটকেসের ভেতরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির কাছে অজ্ঞাতপরিচয় এক নারী সুটকেসটি রেখে গিয়েছিলেন।

গত শনিবার সকালে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি থ্রিহুইলারে (মাহেন্দ্র) করে বোরকা পরিহিত এক মহিলা সুটকেস নিয়ে নতুন বাসস্ট্যান্ডে নামেন। তিনি ৪-৫ জন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে সুটকেসটি নামান। এরপর সুটকেসটি গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি লাইটপোস্টের নিচে রেখে বোরকা পরিহিত মহিলা ঢাকার একটি পরিবহণে উঠে চলে যান। দীর্ঘক্ষণ সেই সুটকেসটি ওখানেই পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুটকেসের তালা ভেঙে লাশ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শামীম হোসেন বলেন, নিহত ব্যক্তির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম