ইয়াসিন ৫ ইশতিয়াক ১০ মাসে কুরআনে হাফেজ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম
লক্ষ্মীপুরে ৫ মাসে ইয়াছিন আরাফাত (৮) ও ১০ মাসে হাবিবুর রহমান ইশতিয়াক (১০) কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের এ কৃতিত্বে অভিভাবকসহ শিক্ষক-সহপাঠীরাও আনন্দিত। উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরাফাত-ইশতিয়াকসহ তাদের পরিবার।
ইয়াছিন লক্ষ্মীপুর পৌর শহরে বাঞ্চানগর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল হোসেনের ছেলে ও ইশতিয়াক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের পল্লি চিকিৎসক মো. কামাল উদ্দিনের ছেলে। তারা দুজনই লক্ষ্মীপুর পৌরসভার মেঘনা রোড এলাকার ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র।
ইয়াছিনের মা জেসমিন আক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে ইয়াছিনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই বায়না ধরে। এতে ২০২০ সালে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। ২০২৩ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। এর ৫ মাসের মধ্যেই সে সাধারণ শিশু থেকে কুরআনে হাফেজ হয়ে উঠে। দ্রুত সময়ে তার সফলতায় পরিবার ও শিক্ষকরা সবাই খুব খুশি। ছেলেকে আল্লাহর কাছে হাফেজ হিসেবে কবুল করতে সবার দোয়া চেয়েছেন ইয়াছিনের মা।
হাফেজ ইয়াছিন জানায়, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই পবিত্র কুরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আলেম হওয়ার জন্য সবার দোয়া চেয়েছে সে।
এদিকে মাত্র ১০ মাসে হাফেজ হয়ে একই মাদ্রাসার ছাত্র ইশতিয়াকও তাক লাগিয়ে দিয়েছে। তার বড় ভাইও একই মাদ্রাসার ছাত্র। তবে বড় ভাইয়ের আগেই ইশতিয়াক কুরআন আয়ত্ত করতে পেরেছে। অন্য একটি মাদ্রাসা থেকে সবক নেওয়ার পর ইশতিয়া ফালাহিয়ায় এসে ভর্তি হয়। স্বল্প সময়ে হাফেজ হতে পেরে মহান আল্লাহ, শিক্ষক ও অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইশতিয়াক।
প্রতিষ্ঠানের হিফজ শাখার প্রধান শিক্ষক ক্বারি আব্দুর রহমান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন জানান, ইয়াছিন ও ইশতিয়াক শান্ত প্রকৃতির শিক্ষার্থী। সঠিকভাবে দিক-নির্দেশনা অনুসরণ করে চলেছে। হাফেজ হতে তাদের প্রবল ইচ্ছা আর আকাঙ্ক্ষা ছিল। মহান আল্লাহ তাদের কবুল করুন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা যোবায়ের হোছাইন বলেন, ইয়াছিন ও ইশতিয়াক আমাদের গর্ব। তারা আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনকে ইসলামের পথে কবুল করুক।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাওলানা যোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম ও হিফজ মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৭০০ জন। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।