Logo
Logo
×

সারাদেশ

তিন দিন পর শাহ আমানত থেকে উড়ল এয়ার অ্যারাবিয়া

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

তিন দিন পর শাহ আমানত থেকে উড়ল এয়ার অ্যারাবিয়া

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন দিন পর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহর উদ্দেশে উড়াল দিয়েছে। শুক্রবার থেকে ফ্লাইটটির দেড় শতাধিক যাত্রী বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

এর মধ্যে শনিবার সন্ধ্যায় শারজাহর উদ্দেশ্যে ফ্লাইটটি উড়াল দিলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা পর তা আবার ফিরে আসে। এর আগে শুক্রবারও একই কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি যেতে পারেনি। সর্বশেষ রোববার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইটটি উড়াল দিয়েছে। এ সময় যাত্রীদের থাকা-খাওয়াসহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ যুগান্তরকে বলেন, শনিবার বিমানবন্দর থেকে উড়াল দেওয়া এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এ কারণে পাইলট ১৪৯ জন যাত্রী নিয়ে দ্রুত বিমানটি ফিরিয়ে আনেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ১০২ জন যাত্রী নিয়ে সেটি শারজাহর উদ্দেশ্যে উড়াল দিয়েছে। এর মধ্যে অনেকে সকালের ফ্লাইটে চলে গেছেন।

তিনি আরও বলেন, সমস্যাটি এয়ারলাইন্সের বিষয়। তারপরও যাত্রীগুলো যেহেতু আমাদের, আমরা তাদের খোঁজখবর নিয়েছি। শুক্রবার কিছু যাত্রী আমাদের কাছে থাকা-খাওয়ার সমস্যা নিয়ে অভিযোগ দিয়েছিল। তাৎক্ষণিকভাবে আমরা এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছার পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম