Logo
Logo
×

সারাদেশ

এবার খালে নামলেন ব্যারিস্টার সুমন

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম

এবার খালে নামলেন ব্যারিস্টার সুমন

মাধবপুরে ৪০ বছরের আবর্জনাপূর্ণ খাল পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার বেলা ১১টায় পরিষ্কার অভিযান শুরু করেন তিনি। ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে এ পরিষ্কার অভিযান শুরু হয়।

উপজেলার প্রবেশমুখ হয়ে খাস্তি নদীতে যুক্ত হওয়া খালটির পানি তিতাস নদীতে প্রবাহিত হতো। যুগ যুগ ধরে খালের দুপাশ আবর্জনায় ভরে যায়। জনগণের দাবির মুখে খালটি পরিষ্কারের উদ্যোগ নেয় ক্লিন মাধবপুর।

মাধবপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ফজলুর রহমান জানান, শিবপুরখাল নামে পরিচিত এ খালটি দিয়ে একসময় বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতেন। কালের আবর্তে খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ; যা বর্তমানে অকেজো।

সুমন বলেন, আমাদের চারপাশ পরিষ্কারে নিজেদের এগিয়ে আসতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালিত হবে।

সবশেষে খাল পরিষ্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র শাহ মুসলিম, বশির মিয়া, রফিক ভুইয়া, বরকত আলী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম