Logo
Logo
×

সারাদেশ

রোকেয়া অ্যাগ্রো ফার্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন 

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

রোকেয়া অ্যাগ্রো ফার্মের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোকেয়া অ্যাগ্রো ফার্ম।

শনিবার সকাল ৯টায় বিশ্বম্ভরপুর উপজেলার বাচ্চুর বাজার চৌরাস্তা ও বেলা ১১টায় চরগাঁও ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় রোকেয়া অ্যাগ্রো ফার্মের পরিচালক মো. বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফার্মের চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী। 

আরও উপস্থিত ছিলেন তার বড় সন্তান দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম, সমাজসেবক ইব্রাহিম শেখ, মো. হুমায়ুন কবির, মো. মিজান মোল্লা, এআর মনির, সাংবাদিক পলাশ, দীপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উপজেলার ধনপুর, বাচ্চুর বাজার চৌরাস্তা, রহিরপার, গুলগাঁও, চরগাওঁ, চান্দগাঁও গ্রামের গরিব অসহায় ও দুস্থ কর্মহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রোকেয়া অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশায় কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। 

রোকেয়া অ্যাগ্রো ফার্ম উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম