Logo
Logo
×

সারাদেশ

বাসস্ট্যান্ডে লাগেজের ভেতর যুবকের লাশ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

বাসস্ট্যান্ডে লাগেজের ভেতর যুবকের লাশ

ফরিদপুর শহরে বাসস্ট্যান্ডে একটি লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় মেলেনি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি থ্রিহুইলারে (মাহিন্দ্র) করে বোরকা পরিহিত এক নারী লাগেজটি নিয়ে নতুন বাসস্ট্যান্ডে নামেন। এরপর ৪-৫ জন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে লাগেজটি নামান। এরপর লাগেজটি গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি লাইটপোস্টের নিচে রেখে ওই নারী ঢাকার একটি পরিবহণে উঠে চলে যান। দীর্ঘক্ষণ সেই লাগেজটি ওইখানেই পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে।
 
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, লাশটির পরিচয় এখনো জানা যায়নি। অজ্ঞাতপরিচয় যুবকের বয়স অনুমানিক ৪৫ বছর হবে। যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরবর্তীতে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম