Logo
Logo
×

সারাদেশ

নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে: শিল্পমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম

নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, কুটির শিল্পে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। ক্ষুদ্র শিল্প আমাদের অর্থনৈতিক লাইফ লাইন। আর তাই নারী উদ্যোক্তারা কিছু করতে চাইলে তাদের সব ধরনের সহযোগিতার পাশাপাশি বিসিকে প্লট বরাদ্দও দেওয়া হবে। 

শুক্রবার দুপুরে ভোলার বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভোলাতে প্রচুর গ্যাস মজুত আছে। ভোলা একটি সম্ভাবনাময় জেলা। ভোলার গ্যাসের ওপর নির্ভর করে জেলায় অনেক বড় বড় কোম্পানি আসছে শুরু করেছে শিল্প কারখানা করতে। 

জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও অতিরিক্ত সচিব এস এম আলম।  উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম