মায়ের লাশ গোয়ালঘরে, ছেলে ঝুলছিল গাছের ডালে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃক্তরা। শুক্রবার সকালে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে গোয়ালঘর থেকে মায়ের এবং বাড়ির পাশে পুকুর পাড়ের মেহগনি গাছের ডালে গলায় মাফলার প্যাঁচানো ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাতের যে কোনো সময় এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী দিঘুলিয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী লাবনী খাতুন এবং তাদের সন্তান তৃতীয় শ্রেণি পড়ুয়া রিয়াদ মাহমুদ।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সাত বছর ধরে লাবনী খাতুনের স্বামী আব্দুর রশীদ মালয়েশিয়ায় থাকেন। তাদের একমাত্র মেয়ে রিয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। শাশুড়ির সঙ্গে একই বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে থাকতের লাবনী খাতুন। নতুন বাড়ি বানাবেন বলে সম্প্রতি ইটও কেনেন তিনি।
বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে মা-ছেলে ঘুমাতে যান। সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। পরে স্বজনরা বাড়ির ভেতরে ঢুকে গোয়াল ঘরে লাবনী খাতুনের পা বাঁধা লাশ দেখে রিয়াদের খোঁজ শুরু করেন। এরপর বাড়ির পাশে পুকুর পাড়ে মেহগনি গাছের ডালে রিয়াদের গলায় মাফলার প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে ঘুমানোর ঘরে এলোমেলোভাবে পড়েছিল জামা-কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র। ঘরের দরজা ছিল ভাঙা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম যুগান্তরকে বলেন, কেন ও কীভাবে বা কারা এ হত্যা করেছে- এটা বের করতে সময় লাগবে। আমরা সবাই মাঠে নেমেছি। কিছু ক্লু পেয়েছি। যাচাই-বাছাই চলছে। আশা করি, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরে ফেলব।