জয়পুরহাটে বৃহস্পতিবারও সব বিদ্যালয়ে পাঠদান বন্ধ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
জয়পুরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট শীত ও ঠাণ্ডা পরিস্থিতি অপরিবর্তিত অর্থাৎ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় বৃহস্পতিবারও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে, ঘন কুয়াশা ও উত্তুরে তীব্র হিমেল হাওয়ায়- জয়পুরহাট জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাঠদান বন্ধের এ ঘোষণা দেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।
উল্লেখ্য, আবহাওয়ার বৈরী অবস্থার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী দুই দফায় প্রথমে গত ২১ ও ২২ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ ও ২৪ জানুয়ারি জয়পুরহাটের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।