Logo
Logo
×

সারাদেশ

কাউনিয়ার সব প্রাথমিক বিদ্যালয় ২ দিনের ছুটি ঘোষণা

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম

কাউনিয়ার সব প্রাথমিক বিদ্যালয় ২ দিনের ছুটি ঘোষণা

তীব্র শীত ও কনকনে ঠান্ডার কারণে রংপুরের কাউনিয়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শায়লা সাঈদ। তিনি জানান, রংপুর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে থাকায় এবং বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশক্রমে ২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক যে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে এ নির্দেশনার আলোকে কাউনিয়া উপজেলার সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিদ্যালয় বন্ধের ঘোষণা অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঠিক সময়ে জানতে না পারায় তারা সোমবার সকালে শ্রেণি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার গ্রুপে বিদ্যালয় বন্ধের ঘোষণাটি জানতে পেরে তারাও বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম