Logo
Logo
×

সারাদেশ

শপিং ব্যাগে নবজাতকের লাশ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ এএম

শপিং ব্যাগে নবজাতকের লাশ

গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত একটি শপিং ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে উপজেলা তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার বেলাল ফকিরের আকাশমনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা উপ-পরিদর্শক মো. সোহেল আল মামুন জানান, খবর পেয়ে ওই বাগান থেকে শপিং বেগে থাকা নবজাতকের লাশ উদ্ধার করা হয়।লাশটি কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, বেলাল ফকিরের আকাশমনি বাগানে একটি পরিত্যক্ত শপিং বেগের ভেতর এক নবজাতকের লাশ দেখতে পান তারা।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বিকালে শ্রীপুর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম