
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম
নবীনগরে ধর্ষণের শাস্তি কান ধরে ওঠবস, উলটো মামলায় হয়রানি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম

আরও পড়ুন
নবীনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপু সূত্রধর নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের নকুল সূত্রধরের ছেলে।
ধর্ষণের ঘটনায় গ্রাম্যসালিশে অভিযুক্ত অপু সূত্রধরকে কান ধরে ওঠবস করিয়ে সমাধান করেন বিচারক মমিন মিয়া, অভিযুক্তের চাচাতো ভাই প্রান্তোষ সূত্রধর, বাদল সূত্রধর, কমল সূত্রধর, সুভাষ সূত্রধর ও বিমল সূত্রধরসহ অন্যরা। পরে ২৬ ডিসেম্বর বিচার চেয়ে থানায় অভিযোগ করলে উলটো অভিযুক্ত অপুকে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন অপুর মা লনী রানি সূত্রধর।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আমার এখন মরা ছাড়া উপায় নাই। ধর্ষণের বিচার চাওয়ায় উলটো আমাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে।