ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে আরেকটি ট্রাক উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার হয়েছে। রোববার দুপুরে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে পদ্মা নদী থেকে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটের পন্টুনে আনা হয়। এ নিয়ে গত পাঁচদিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো।
তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন রজনীগন্ধার দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির। এছাড়া ফেরিটিও উদ্ধার হয়নি। রোববার বেলা ১১টা থেকে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ-এর ডুবুরিরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, বাকি পাঁচটি ট্রাক উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ৫ম দিনে উদ্ধার অভিযানে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আশা রাখছি, প্রত্যয়ই ফেরিটি দৃশ্যমান করতে পারবে।
উদ্ধারকারী আরেকটি জাহাজ ঝিনাই-১ আসছে কি না জানতে চাইলে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা বলেন, আমিও শুনেছি ঝিনাই-১ আসছে। এটি পানির নিচের ট্রাকগুলো কোথায় আছে, কীভাবে আছে, স্ক্যানারের সক্ষমতা আছে বলে শুনেছি। তবে এটি কখন পৌঁছাবে, বিস্তারিত বলতে পারছি না।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।