Logo
Logo
×

সারাদেশ

আবারো বইছে মৃদু শৈত্যপ্রবাহ

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম

আবারো বইছে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীর ওপর দিয়ে আবারো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষজন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত দুই দিন থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রোববার আবারো কমেছে। ফলে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। 

রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হয়েছে।

দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকাল হতেই তাপমাত্রা আবারো নিম্নগামী হচ্ছে। গরম কাপড়ের অভাবে অনেককেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।

ফুলবাড়ী সদর ইউনিয়নের বালাতাড়ি এলাকার ফজলুল হক বলেন, ‘এত ঠান্ডা যাবাইছে কাউও এলাও কম্বল দেয় নাই। খুব একটা সমস্যাত আছি। এই সময়োত কম্বল পাইলে হামার খুব উপকার হইবে বাহে।’

সুবল চন্দ্র সরকার জানান, রোববার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলাসহ জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই-একদিন অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম