দেশকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে: হাসান উদ্দিন সরকার
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১১:১২ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সকল দিক থেকে দেশকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। বহু সংগ্রাম করে আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছিলাম। এখন গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দিল্লির কাছে আমাদেরকে বন্দি করা হয়েছে।
তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশের তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প-কারখানা ধ্বংস করা হচ্ছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে এই শিল্প এখন পার্শ্ববর্তী একটি দেশে চলে যাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিসত্তা ও আমাদের স্বকীয়তা অক্ষুণ্ন রাখতে হলে এই হিংস্র দানবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার সকালে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া হযরত শাহজালাল রোডে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
বিএনপি নেতা হাজী বাবর আলীর সভাপতিত্বে ও আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তাজুল ইসলাম বেপারী, শেখ মো. সুমন, খোকন মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সম্পাদক নাজমুল হোসেন মন্ডল, মাহবুবুব আলম, আমির হোসেন বেপারী, মনির হোসেন, সোহেল চৌধুরী, আলী আহমেদ টুকু, নাজমুল আলম মিঠু, আতিক উল্লাহ মিন্টু, সাজিদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।