Logo
Logo
×

সারাদেশ

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ পিএম

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: দুলু

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহিদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এখন দেশে আওয়ামী লীগ নব্য বাকশালী সরকার প্রতিষ্ঠা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্যে দুলু এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও পৌর বিএনপির নেতা বাবুল চৌধুরী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম