Logo
Logo
×

সারাদেশ

গোমস্তাপুরে মাধ্যমিক স্কুল বন্ধ, প্রাথমিক খোলা

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম

গোমস্তাপুরে মাধ্যমিক স্কুল বন্ধ, প্রাথমিক খোলা

ঘন কুয়াশা, মেঘলা আকাশ ও মাঘের তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলগুলো খোলা রয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করে।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, মাউশির নির্দেশনা মোতাবেক তীব্র শীতের কারণে উপজেলার ২৫টি মাদ্রাসা ও ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ে সাময়িক পাঠদান বন্ধ রয়েছে।

অপরদিকে উপজেলা সদরের প্রাথমিক বিদ্যালয় রহনপুর ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম জানান, তীব্র শীতের কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে।

এ প্রসঙ্গে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত চন্দ্র বর্মন জানান, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা না আসায় এখনো উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম