
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৭ এএম
ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম

আরও পড়ুন
বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী (প্রসূতি মা) কন্যাসন্তান প্রসব করে মা হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন।
মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগলি হিসেবেই চিনেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিপু সুলতান জানান, বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির পর থেকে ওই নারী (প্রসূতি মা) পর্যবেক্ষণে ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী (প্রসূতি মা) একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
উপজেলা নির্বাহী মো. আবু আব্দুল্লাহ খান জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর (প্রসূতি মা) নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার বিকালে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।