Logo
Logo
×

সারাদেশ

তীব্র শীতের মধ্যে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

তীব্র শীতের মধ্যে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

মাঘ মাসের হাড় কাঁপানো শীতের মধ্যে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা ১০ মিনিটে বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি চলে ৬টা ৩৬ মিনিট পর্যন্ত। এ সময় শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজশাহীতে সপ্তাহখানেক ধরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে কনকনে শীতে অসহনীয় হয়ে উঠেছে জীবনযাত্রা। এছাড়া মাঘ মাসের শুরু থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত কয়েক দিন দেখা মেলেনি সূর্যের। এতে ক্রমাগত তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। এর মধ্যে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এই বৃষ্টিতে শীতের দাপট কমেনি, বরং বেড়েছে। তাই রাস্তাঘাটে চলাচল কমেছে মানুষের। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দুস্থ, খেটেখাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।

দিনমজুর শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে রোদ ওঠে না। ঠাণ্ডার কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। ফলে কনকনে ঠাণ্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। শরীরের কাঁপুনিও থামছে না; কিন্তু বাড়িতে বসে থাকলে মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে প্রচণ্ড শীতের মধ্যেও কাজের সন্ধানে বের হয়েছি।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ও সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত দুই দিনে তাপমাত্রা আরও বেশি ছিল। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। তবে চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম