Logo
Logo
×

সারাদেশ

ধান মজুত রাখায় ব্যবসায়ীকে জরিমানা

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ এএম

ধান মজুত রাখায় ব্যবসায়ীকে জরিমানা

নিয়ামতপুরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকালে উপজেলার গাবতলী বাজারে অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী মোরশেদ আলমকে (বাবু সোনার) এক লাখ টাকা এবং নেহা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ। এ সময় অবৈধভাবে মজুতকৃত ধান বিক্রি করার সময়সীমাও বেঁধে দেন আদালত।

জানা যায়, নিয়ামতপুরের বিভিন্ন এলাকার ধান চাল ব্যবসায়ীরা লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে নির্ধারিত পরিমাণের চেয়েও বেশি পরিমাণে মজুত রাখার খবরটি আলোচনায় এলে এ আদালত পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ বলেন, অবৈধভাবে মজুতদারের বিরুদ্ধে কৃষি বিপণন আইন ২০০৮-এর ১৯ (১)-এর ঠ ও ড ধারা মোতাবেক এ জরিমানা করা হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওসি মাইদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম