Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে ৪০০ বস্তা সার বিক্রি, ডিলারের নামে মামলা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ এএম

কিশোরগঞ্জে ৪০০ বস্তা সার বিক্রি, ডিলারের নামে মামলা

এবার অতিরিক্ত লাভের উদ্দেশ্যে কালোবাজারে ৪০০ বস্তা ২০ মেট্রিক টন ইউরিয়া সার বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে মামলা করেছে কৃষি বিভাগ। 

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তৈয়ব মিয়া বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওই ইউনিয়নের বিসিআইসি ডিলার মো. আবুল হাসেমের বিরুদ্ধে এ মামলাটি রুজু করেন। 

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বিসিআইসির সার ডিলার মো. আবুল হাসেম তার নামে বরাদ্দকৃত সার স্থানীয় বাফার গুদাম থেকে ৩০ মেট্রিক টন অর্থাৎ ৬০০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে। এর মধ্যে ২০০ বস্তা অর্থাৎ ১০ মেট্রিক টন গুদামজাত করে বাকি ২০ মেট্রিক টন কালোবাজারে বিক্রি করে দেন। কিন্তু খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের সার মনিটরিং কাজে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওই ডিলারের  গুদাম পরিদর্শনকালে ২০ মেট্রিক টন ইউরিয়া সার কম পান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম