Logo
Logo
×

সারাদেশ

কারখানার উপর থেকে পড়ে শ্রমিক নিহত

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম

কারখানার উপর থেকে পড়ে শ্রমিক নিহত

মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান সুজন চন্দ্র নাথ (৩০) নামে এক শ্রমিক। আহত অবস্থায় আবার গাড়িচাপায় তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত সুজন উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সুভাষ চন্দ্র নাথের ছেলে। সুজনের প্রতিবেশী অহিদুর রহমান জানান, সুজন প্রতিদিনের মতো বিএসআরএম কারখানায় উপরে কাজ করছিল। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গেলে চলন্ত একটি গাড়ি তাকে চাপা দেয়। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএসআরএম গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, আহত সুজনকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার আগে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম