চট্টগ্রামে তিন দিনেও ধরা পড়েনি অস্ত্রধারীরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম
চট্টগ্রামের বায়েজিদ থানার হিলভিউ এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা যুবক জাহেদকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবারের ঘটনায় তাকে শনাক্ত করার পর বায়েজিদ বোস্তামী থানার কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। তারপরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া সশস্ত্র ওই মহড়ায় মিঠু নামের চাপাতি হাতে দেখা যাওয়া তরুণও এখনো গ্রেফতার হয়নি।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনা যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে বায়েজিদ থানা পুলিশসহ সিএমপির কর্মকর্তারা। কয়েক দিন টানা অভিযান পরিচালনা করা হয়। কিন্তু নিষ্ফল হয় প্রতিটি অভিযান।
ঘটনায় জড়িত জাহেদ, মিঠু ও সবুজসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানা পুলিশ ছাড়া নগর গোয়েন্দা পুলিশ ও আরেকটি এলিট ফোর্স গোলাগুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠে নেমেছে। জড়িতরা বারবার স্থান পরিবর্তন করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে পারছে না বলে জানা গেছে।
বায়েজিদ বোস্তামী থানার এসআই আবুল হোসেন যুগান্তরকে বলেন, অস্ত্রধারীদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু তাদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।