দিরাইয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম
সুনামগঞ্জের দিরাইয়ের চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামে খাস জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের মৃত নুর আলীর ছেলে ফজলু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ফয়জুন্নুরের খাস জমির দখল নিয়ে বিরোধ চলে আসছে।
বেলা ১১টায় বিরোধের জমিতে ফয়জুন্নুর ধান লাগাতে গেলে ফজলু মিয়ার লোকজন বাধা দিলে সেখানেই দুপক্ষের সংঘর্ষ হয়। এতে নিহত ফয়জুন্নুর (৫৫) ও তার ভাই জয়তুন্নুর (৫০) আহত হয়। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়জুন্নুরকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রতন দেবনাথ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।