লালপুরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
লালপুরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর কনকনে ঠাণ্ডার সঙ্গে বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এ উপজেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
শুক্রবার বিকাল ৪টায় ঈশ্বরদী আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।
সারাদিন কুয়াশা কম থাকলেও সূর্যের মুখ দেখা যায়নি। ফলে খেটেখাওয়া মানুষসহ শিশু, বৃদ্ধ ও অসুস্থরা আরও দুর্ভোগে পড়েছেন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।