Logo
Logo
×

সারাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্ট কর্মীদের মহাসড়ক অবরোধ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্ট কর্মীদের মহাসড়ক অবরোধ

সরকার ঘোষিত গার্মেন্ট কর্মীদের বেতন বাস্তবায়ন করার দাবিতে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সূতিপাড়া ইউনিয়নের রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন। এ সময় প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার যানজটের সৃষ্টি হয়। 

শ্রমিকরা জানান, সরকারের ঘোষণা অনুযায়ী কারখানার কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি করেনি। এখানে কোনো গ্রেড নেই। সবাই সমান হারে বেতন পায়। আমরা বেতন বৃদ্ধির জন্য কথা বললে চাকরিচ্যুত করার হুমকি দেয়। 

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এসআই ফয়েজ উদ্দিন বলেন, বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরবর্তীতে শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. আবুল হোসেন বলেন, শ্রমিকরা সরকার নির্ধারিত বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন; আমরা বুঝিয়ে তাদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম