শেরপুর জেলায় মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ১৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টি, জাতীয়তাবাদী আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ ও স্বতন্ত্রসহ ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার ভোট গ্রহণের পর গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন। তিনটি আসনের দুটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এদের মধ্যে শেরপুর-২ আসনে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ছাড়া শেরপুর-১ ও শেরপুর-৩ আসনে নতুন মুখ এসেছে।
শেরপুর-১ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের উপনেতা নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন- শেরপুর-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক মনি (২২৩৬ ভোট), তৃণমূল বিএনপির মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মো. ফারুক হোসেন (১৯৩ ভোট), বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত একতারা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ (৭৫ ভোট), কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের প্রার্থী মো. বারেক বৈদেশী (২০৬ ভোট) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (১৭৩ ভোট)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৬৬৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৪।
ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৩। বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রের সংখ্যা একটি। বন্ধ ঘোষিত ভোটার সংখ্যা ৩ হাজার ৫০২। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৪৩৬। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৩৬২। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৭৯৮। এ আসনে ৫৫ দশমিক ৬৫৭ শতাংশ ভোট পড়েছে।
শেরপুর-২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ (৫৩৪২ ভোট) এবং জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী লাল মো. শাহজাহান কিবরিয়া (৪৫৭৬ ভোট) জামানত হারিয়েছেন। এ আসনে ভোট কেন্দ্র ১৫৪। মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৯৫। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬০। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ১৫৯। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ২১৯। এ আসনে ৫৫ দশমিক ৮৮১ শতাংশ ভোট পড়েছে।
শেরপুর-৩ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (৫২৭ ভোট), ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল আহসান পেয়েছেন (২৫৮০ ভোট), কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী মো. সুন্দর আলী (১৭২ ভোট) ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সিরাজুল হক (৪৩৮ ভোট) জামানত হারিয়েছেন। এ আসনে ভোট কেন্দ্র ১২৬। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪০০। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৮৯১। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৪৭২। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৬৩। এ আসনে ৪০ দশমিক ৩৬৬ শতাংশ ভোট পড়েছে।