Logo
Logo
×

সারাদেশ

রংপুরে জামানত বাজেয়াপ্ত হলো ২৩ প্রার্থীর

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১১:১৩ পিএম

রংপুরে জামানত বাজেয়াপ্ত হলো ২৩ প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টি, এনপিপি, কংগ্রেস, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত টিকিয়ে রাখতে প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয় বলে জানিয়েছেন রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহাসম।

রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর-১ আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। এদের ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়। এরা হলেন- ৪০৯ ভোট পেয়ে তৃণমূল বিএনপির মো. বদরুদ্দোজা চৌধুরী (সোনালী আাঁশ), ৩৫০ ভোট পেয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. বখতিয়ার হোসেন (হাতুড়ি), ১৫১ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মোশারফ হোসেন (মোড়া), ২ হাজার ৭৫৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. শাহিনুর আলম (ঈগল), ১৫৭ ভোট পেয়ে ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান (আম), ২৩০ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় (ডাব) ও ১০ হাজার ৮৯২ ভোট পেয়ে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার (লাঙ্গল)। এ আসনে মোট ভোট পড়েছে ৩৪ দশমিক ৬০ শতাংশ।

রংপুর-৩ আসনে মোট প্রার্থী ৬ জন। এদের মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- ৫৫৭ ভোট পেয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুর রহমান রেজু (একতারা), ২০৩ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. এশরামুল হক (ডাব), ২ হাজার ৩১৮ ভোট পেয়ে জাসদের মো. সহিদুল ইসলাম (মশাল) ও ২৬৭ ভোট পেয়ে ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম)। এ আসনে ভোট পড়েছে ২২ দশমিক ৩৬ শতাংশ।

রংপুর-৫ আসনে মোট প্রার্থী ছিল আটজন। এদের মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়। এরা হলেন- ১১৫ ভোট পেয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুল ওয়াদুদ মিয়া (একতারা), ১০ হাজার ৩৩৪ ভোট পেয়ে জাতীয় পার্টির মো. আনিছুর রহমান (লাঙ্গল), ১ হাজার ৩২৬ ভোট পেয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ মো. আব্দুল বাতেন (টেলিভিশন), ১০৭ ভোট পেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের মো. আব্দুল হালিম মন্ডল (গামছা), ২৬৫ ভোট পেয়ে ইসলামি ফ্রন্ট বাংলাদেশের মো. এনামুল হক (চেয়ার) ও ৩২৭ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. মাহবুবুর রহমান (ডাব)। এ আসনে ভোট পড়েছে ৩৫ দশমিক ৫০ শতাংশ।

রংপুর-৬ আসনে মোট প্রার্থী সাতজন। এর মধ্যে পাঁচজনের জামানত বাতিল হয়েছে। এরা হলেন- ৪৭৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (কাঁচি), ১৮৪ ভোট পেয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির মো. জাকারিয়া হোসেন (হাতঘড়ি), ৯ হাজার ১৬ ভোট পেয়ে জাতীয় পার্টির মো. নুর আলম মিয়া (লাঙ্গল), ১৬৯ ভোট পেয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. মাহবুল আলম (ডাব) ও ৩২১ ভোট পেয়ে ন্যাশনাল পিপলস পার্টির মো. হুমায়ুন ইজাজ (আম)। এ আসনে ভোট পড়েছে ৪৮ দশমিক ৪ শতাংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম