থানার সামনে লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ৮ কিমি যানজট
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের নবনির্বাচিত এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছয়জন কর্মী-সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে থানা গেটের সামনে বসে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন এই নেতা।
এ সময় তার নেতাকর্মীরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সৃষ্টি হয় উত্তেজনা; মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
পরে বিকাল ৩টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মধ্যস্থতায় পুলিশ চার নেতাকর্মীকে ছেড়ে দিলে লতিফ সিদ্দিকী কর্মসূচি তুলে নেন।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনপরবর্তী উত্তেজনা কাম্য নয়। এখানে উভয়পক্ষের ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ চারজনকে ছেড়ে দিয়েছে ও মামলার এজাহারভুক্ত দুইজনকে আদালতে পাঠানো হবে।
মুক্তিপ্রাপ্তরা হলেন- উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামমত আলী, পিন্টু, হৃদয় ও খোকা।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, বাদীর অভিযোগ ছিল- বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে কতিপয় লোক ভাঙচুর করেছে।