Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম-১ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

চট্টগ্রাম-১ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে পাঁচজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

জাতীয় পার্টির এমদাদ হোসাইন চৌধুরী লাঙ্গল প্রতীকে ৪০৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আব্দুল মান্নান চেয়ার প্রতীকে ২০৫, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফের মো. ইউসুফ টেলিভিশন প্রতীকে ২০০, বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল করিম আফছার একতারা প্রতীকে ১৯৯, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত (পাঞ্জা) প্রতীকে ৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ ভোট পেতে হবে। এরকম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ফলে চট্টগ্রাম-১ আসনে পাঁচজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। 

দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম