নোয়াখালীর ৬ আসনেই বিপুল ভোটে নৌকা জয়ী

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনা-কল্পনা শেষে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল
নোয়াখালী-১ আসনে (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আওয়ামী লীগের এইচএম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের একেএম সেলিম ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট।
নোয়াখালী-২ আসনে (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) নৌকা প্রতীকের মোরশেদ আলম ৫৬ হাজার ১৮৬ ভোট পেয়েছে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের আতাউর রহমান ভূঁইয়া পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট।
নোয়াখালী-৩ আসনে (বেগমগঞ্জ) নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট।
নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী ১ লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট।
নোয়াখালী-৫ আসনে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।
নোয়াখালী-৬ আসনে (হাতিয়া) নৌকা প্রতীকের মোহাম্মদ আলী ১ লাখ ৯৩ হাজার ৭১৫ পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৩৬ ভোট।