নেত্রকোনা-৪ আসনে ১ লাখ ৮৮ হাজার পেয়ে নির্বাচিত সাজ্জাদুল
খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৩১ এএম
সাজ্জাদুল হাসান
মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী নিয়ে নেত্রকোনা-৪ আসন। রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
নৌকা প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙল প্রতীক) এডভোকেট লিয়াকত আলী পেয়েছেন ৫ হাজার ৭৫৯ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির (সোনালী আঁশ ) আল মামুন পেয়েছেন ১ হাজার ৭১৫ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মশাল মার্কার প্রার্থী মুশফিকুর রহমান মিন্টু পেয়েছেন ৬৩৪ ভোট।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ এ ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, নেত্রকোনা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মোহনগঞ্জ ও মদন উপজেলার একটি করে পৌরসভাসহ ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৪৭টি।