চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিস সপ্তমবার বিজয়ী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ এএম
দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সপ্তমবারের মতো বিজয়ী হয়েছেন। তিনি ৫০ হাজার ৯৭৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাজান চৌধুরী কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ২৫১ ভোট।
রোববার রাতে এই বেসরকারি ফলাফলের তথ্য জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
এ ছাড়া টেলিভিশন প্রতীক নিয়ে আবু মোহাম্মদ শামশুউদ্দিন পেয়েছেন ৬৫ ভোট, একতারা প্রতীক নিয়ে কাজী মোহাম্মদ মহসিন চৌধুরী পেয়েছেন ৮৭২ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ছৈয়দ হাফেজ আহমদ পেয়েছেন ৬৯১ ভোট, ঈগল প্রতীক নিয়ে নাছির হায়দার করিম পেয়েছেন ৪৮০ ভোট, সোনালী আঁশ প্রতীক নিয়ে নাজিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৯৮ ভোট ও মোমবাতি প্রতীক নিয়ে সৈয়দ মুক্তার আহমদ পেয়েছেন ৬ হাজার ৮৩১ ভোট।
এ আসনে একটি পৌরসভা, ১৪টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২নং ওয়ার্ডে ১৪৬ কেন্দ্রের ১ হাজার ৬১ কক্ষে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।