কক্সবাজার-১ আসনে বিজয়ী কল্যাণ পার্টির সৈয়দ ইবরাহিম
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৪ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মৃহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
কক্সবাজার-১ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত রয়েছে। ১৫১ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এতে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পেয়েছেন ৮১ হাজার ৮৫৫ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও ফখরুল ইসলাম।
অপরদিকে স্থগিত হওয়া ৩ কেন্দ্রের মধ্যে চরনদ্বীপ ভুমিহীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৩ ভোট, মরণঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮২৮ ভোট ও দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫৯ ভোট রয়েছে।
ডুলাহাজারা ইউনিয়নের ভোটার কলিম উল্লাহ কলি বলেন, এবারের ভোটে একটা নতুনত্ব কাজ করছে। সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বিষয়ে মানুষের কৌতুহল ছিল বেশি।
চকরিয়া-পেকুয়া আসনে ৭ প্রার্থী মাঠে ছিল। এর মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর মূল প্রতিদ্বন্দ্বী ছিল বর্তমান সংসদ সদস্য জাফর আলম।