Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালীতে চারটি আসনের তিনটিতে নৌকা, একটিতে লাঙ্গল বিজয়ী

Icon

যুগান্তর প্রতিবেদেন, পটুয়াখালী

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম

পটুয়াখালীতে চারটি আসনের তিনটিতে নৌকা, একটিতে লাঙ্গল বিজয়ী

পটুয়াখালীর চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও একটিতে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী-১ আসনে (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) ১৫৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার ডাব প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। পটুয়াখালী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ২৫৭ জন। 

পটুয়াখালী-২ আসনের (বাউফল) ১১৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম ফিরোজ নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মহসিন হাওলাদার ২ হাজার ৯৫৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। 

পটুয়াখালী-৩ (বাউফল) নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৯৩ হাজার ৩২৮। ১২৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম শাহজাদা নৌকা প্রতীকে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন ঈগল প্রতীকে ৫৯ হাজার ২৪ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৬৭। 

পটুয়াখালী-৪ আসনের (কলাপাড়া ও রাঙ্গাবালী) ১১০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিবুর রহমান মহিব নৌকা প্রতীকে ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৫ হাজার ৪০২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা হলো ২ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম