আইনমন্ত্রীর আসনে ভোট দিতে এসে একজনের মৃত্যু
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে জ্ঞান হারিয়ে রুহন মিয়া (৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। রুহন কসবা পৌরশহরের শাহপুর এলাকার আলমাছ মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনি এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রুহন মিয়া কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর ২টার দিকে ভোট দিতে লাইনে দাঁড়ান। হঠাৎ করে তিনি মাটিতে ঢলে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা লাশ তাদের বাড়িতে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জামাল চৌধুরী বলেন, অজ্ঞান অবস্থায় রুহনকে হাসপাতালে আনা হয়। পরে তাকে পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।