Logo
Logo
×

সারাদেশ

আড়াইহাজারে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম

আড়াইহাজারে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারা ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন। এ সময় নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

রোববার সকাল ১০টায় আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরপরই কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন নির্বাচন করছেন। 

লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সিল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে লোটন জানান, আড়াইহাজারের প্রায় সব কেন্দ্র থেকেই তার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। 

এদিকে সংঘর্ষের ঘটনায় লোটনের ছোটভাই জাহাঙ্গীর সিকদার জোটনসহ আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম