সিলেট-২ আসন
জোরপূবক ভোট প্রদান, জাপা প্রার্থীর ভোট বর্জনের ঘাষণা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
সিলেট-২ আসনে নির্বাচন থেকে সরে গিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী (এহিয়া)। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে জোরপূর্বক নৌকা প্রতীকে টেবিলকাস্টিং করে ভোট দেওয়ার অভিযোগ এনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
রোববার নির্বাচনের দিন বিশ্বনাথ পৌর শহরে সাংবাদিকদের কাছে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার দেওকলস ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক টেবিলকাস্টিং করে নৌকায় ভোট দিয়েছে। ফলে আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এছাড়াও আসনটির ওসমানীনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রতেও এমন ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন তিনি।
জানতে চাইলে ফতেহপুর সরকারি প্রথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ছালেহ আহমদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সহকারী প্রিসাইডিং অফিসার কামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করার কথা বলে ফোন কেটে দেন।