Logo
Logo
×

সারাদেশ

লালমোহনে দুই প্রক্সি এজেন্ট আটক

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

লালমোহনে দুই প্রক্সি এজেন্ট আটক

ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরছাড়া পোলিং এজেন্টের প্রক্সি দিতে আসা দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম আবদুর রহিম ও জাকির হোসেন।

রোববার সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে এসে উপসচিব সুজিত হালদার এদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান জানান, আবদুর রহিম স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এজেন্ট হিসেবে ৮নং কক্ষে বসা ছিলেন। আর জাকির হোসেন ৩নং কক্ষে একই প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা থেকে আসা উপসচিব সুজিত হালদার এদের কাগজপত্র যাচাই করে আবদুর রহিমের কার্ডে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর পাননি। জাকির হোসেনের কার্ডে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকলেও ছবির সঙ্গে মিল ছিল না। 

তিনি আরও জানান, আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক দুজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীর ডামি এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে আটক হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম