সন্দ্বীপে ১০ প্রিসাইডিং অফিসার নিয়োগে ব্যাপক অনিয়ম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:০০ পিএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ প্রিসাইডিং অফিসার নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলেছেন, প্রকাশ্যে নৌকার পক্ষে নির্বাচনি প্রচার চালিয়েছেন এমন লোকদের বেছে বেছে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতার প্রতিষ্ঠিত ব্যক্তিগত স্কুল-কলেজ থেকেও ৭/৮ শিক্ষককে প্রিসাইডিং অফিসার নিয়োগের কথা জানা গেছে। নিয়মানুযায়ী ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচন পরিচালনার সঙ্গে সংযুক্তিকরণ নির্বাচনি আইন পরিপন্থি।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, তার জানা মতে ওই দুই প্রতিষ্ঠানকে নির্বাচন পরিচালনা থেকে বাদ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কীভাবে দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা যুক্ত হলেন এটা খতিয়ে দেখা হবে।
এদিকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর অনিয়ম নিয়ে অভিযোগ জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। অভিযোগে বলা হয়েছে, ওই আসনে প্রিসাইডিং অফিসারের খসড়া তালিকায় এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে যারা সরাসরি নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব ব্যক্তি নৌকার প্রচার কাজে জড়িত। এছাড়া খসড়া তালিকা এমনভাবে করা হয়েছে যাতে নৌকা প্রতীকের প্রভাব বলয়ে থাকা কেন্দ্রগুলোতে নির্বাচন শিথিল থাকে আর আমার ঈগল প্রতীকের প্রভাব বলয়ে থাকা কেন্দ্রগুলোতে ভোট কম কাস্টিং হয়। জামাল উদ্দিন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উল্লিখিত ব্যক্তিদের নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব না দিতে এবং নৌকা প্রার্থীর প্রভাব বলয়ে থাকা অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো থেকে প্রিসাইডিং অফিসারদের পরিবর্তনের দাবি জানান। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো- ৭, ৮, ১২, ১৩, ১৪, ৫০, ৫১, ৫৬, ৫৭, ৫৮, ৬০, ৬১, ৬৫ ও ৭৪।
অভিযোগে যেসব প্রিসাইডিং অফিসারের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন আয়েশা ওবায়েদ স্কুলের প্রধান শিক্ষক দিদারুল আলম, মুছাপুর বদিউজ্জামান স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল কবীর, মোস্তাফিজুর রহমান কলেজের প্রভাষক মিলাদুন নবী ও আফসার উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আজিমুল হালিম, সোনালী ব্যাংকের সন্দ্বীপ শাখার সিনিয়র অফিসার সালাউদ্দিন চৌধুরী, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক মো. সিরাজ, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবিএম ফিরোজ খান, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক অনিক কর্মকার, মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন।