Logo
Logo
×

সারাদেশ

‘দলীয় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে লেখালেখি হলে শেখ হাসিনা মাইন্ড করেন’

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ এএম

‘দলীয় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে লেখালেখি হলে শেখ হাসিনা মাইন্ড করেন’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, পটিয়ার এমপির অনিয়মের বিষয়ে বিএনপি প্রতিবাদ করতে পারতেন। কিন্ত পটিয়ায় এমপির অনিয়মের বিষয়ে তারার কিছুই বলেনি। দলীয় এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে লেখালেখি হলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা মাইন্ড করেন। তাই আমরা এসব বিষয় নিয়ে বাড়াবাড়িতে যাইনি।

তিনি আরও বলেন, বেড়িবাধঁ সাধারণত সমুদ্র উপকূলে হয়। পটিয়ায় বেড়িবাধেঁর প্রয়োজন ছিল না। এ প্রকল্পের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখনো ক্ষতিপূরণ পায়নি। এ প্রকল্পে অনিয়ম ও লুটপাট হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হবে।

বৃহস্পতিবার পটিয়া পৌরসভার আমির ভান্ডার দরবার শরীফ, শাহচাঁন্দ আউলিয়া মাজার, বিওসি রোড, শহীদ আবদুর ছবুর, ক্লাব রোড, তালতলচৌকির, মাতৃভান্ডার, আমির ভান্ডার পুরাতনবাড়ি, পোস্ট অফিস, রামকৃষ্ণ মিশন, সুচক্রদন্ডী মিলন মন্দির, জাফর ফকিরের বাড়ি, কাগজীপাড়া, আলাই-ওখড়া, বাহুলীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে নৌকার প্রার্থী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান এমপির পিএস এজাজের বাবার গুদামে দেশের সর্বপ্রথম সবচেয়ে বড় ইয়াবার চালান ধরা পড়ে। যার মুল্য ১০ কোটি টাকা। পটিয়ায় মাদকের স্বর্গরাজ্য করা হয়েছে। শেখ হাসিনা এসব কারণে তার লাইন কেটে দিয়েছে। সামশুল হক এর হাত যতই লম্বা হোক আকাশ তো আর ছুতে পারবে না। তার সব অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, চৌধুরী মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, নাছির উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, আ.লীগ নেতা আলমগীর আলম, এমএনএ নাছির, মো. হানিফ, ফজলুল হক আলাই, শহিদুল ইসলাম চৌধুরী, ডিএম জমির উদ্দিন।

উপস্থিত ছিলেন, সোহেল ইমরান, নাজিম উদ্দিন পারভেজ, সোহেল মো. নিজাম উদ্দিন, সাইফুল্লাহ পলাশ, নুরুল করিম, নাজিম উদ্দিন, শহিদুজ্জমান, আমির খসরু, মনজরুল আলম, আসাদুজ্জমান তানিম, শিবলু আমিরী, আবুল কাশেম তালুকদার, মফিজুর রহমান, আলমগীর, মাহবুবুর আলম, মুনছুর, জয়নাব, সনজিত চক্রবতী, গাফফারুল বশর মনু, জসিম উদ্দিন, মো. সোহেল, প্রণব দাশ, হারুনুর রশিদ, খোরশেদ আলম, আরমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী আবদুল রহমান, ব্যবসায়ী নেতা এমএ ইউসুফ, শাহ আলম খোকন, নুরুল হাসান সেলিম, জামাল উদ্দিন, রাজিব, ছৈয়দ নুরুল আবছার, পটিয়া পৌরসভা নেতা নুর আলম সিদ্দিকী, নোমান টিপু, শেখ আবছার, খাইরুল ইসলাম, আবদুল জব্বার, রফিকুল আলম, জয়নাল আবেদীন রাসেল, আমান উল্লাহ আমিরী, জহিরুল হক তালুকদার, নজরুল ইসলাম, গোলাম কাদের, ছাত্রলীগ নেতা ইকবালুর রহমান ওপেল, তারেকুর রহমান, রুবেল দাশ বাবু, শাহারিয়ার শাহজাহান ও অজয় শীল প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম