Logo
Logo
×

সারাদেশ

বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১১:০৫ এএম

বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সদর থানার পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিম পাশে দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম