Logo
Logo
×

সারাদেশ

জকিগঞ্জে রাতে নৌকার দুই সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:১৮ এএম

জকিগঞ্জে রাতে নৌকার দুই সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ

সিলেটের জকিগঞ্জে সাদা পোশাকধারী লোকজন নৌকা সমর্থক দুই ব্যক্তিকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে মানিকপুর ইউপির ফুলতলী গ্রামের জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, রাত ২টায় সাদা পোশাকধারী লোকজন তার ছোট ভাই আলবাব হোসেন চৌধুরী ও এনায়েত চৌধুরীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে। তখন তাদের শারীরিক নির্যাতনও করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, তার দুই ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। হঠাৎ কেন তাদের তুলে নেওয়া হলো তা তিনি তাৎক্ষণিক জানতে পারেননি। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। গভীর রাতে এমন ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেছেন। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া জানান, কে বা কারা তাদের নিয়ে গেছেন সেটা নিশ্চিত হতে পারেননি।

এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম