Logo
Logo
×

সারাদেশ

সিলেট-৩ আসনে জাতীয় পার্টির আতিককে সমর্থন ইসলামী ঐক্যজোট প্রার্থীর

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২১ এএম

সিলেট-৩ আসনে জাতীয় পার্টির আতিককে সমর্থন ইসলামী ঐক্যজোট প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী ক্বারি মাওলানা মইনুল ইসলাম আশরাফী।

বুধবার দুপুরে মোগলাবাজারে আতিকুর রহমান আতিকের নিজ বাড়িতে গিয়ে তিনি এ সমর্থন জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির নেতা মো. জাহাঙ্গীর খান।

হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আতিকুর রহমান আতিক বলেন, মাওলানা আশরাফী একজন আল্লাহ ভীরু ব্যক্তিত্ব। তার এ সমর্থন আমাকে নির্বাচন পরিচালনায় অনুপ্রেরণা জুগিয়েছে। আমার বিশ্বাস তিনি এবং তার জোট লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করবেন।

তিনি আরও বলেন, আমার ৪২ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিল মানুষের কল্যাণ করা। নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, তাহলে অতীতের মতো এ আসনের মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাব। আমার বিশ্বাস আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন।

মাওলানা মইনুল ইসলাম আশরাফী বলেছেন, আতিকুর রহমান আতিক একজন সৎ ও যোগ্য প্রার্থী। এ আসনে মানুষের কল্যাণে তার মতো নির্লোভ সজ্জন সমাজহিতৈষী সংসদ সদস্য প্রয়োজন রয়েছে। আমি এ আসনের একজন প্রার্থী হিসেবে তাকে সমর্থন জানাচ্ছি এবং আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সর্বস্তরের মানুষের প্রতি আমার আকুল আবেদন আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আতিকুর রহমান আতিককে জয়যুক্ত করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাওলানা হোসাইন আহমদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আলী হোসেন, মো. সামসুজ্জামান, মো. নুরুল ইসলাম, মো. ইব্রাহীম, আবুল কালাম আজাদ, খায়েস আহমদ, অলিউর রহমান মো. শরিফ, জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট মইনুল ইসলাম, ডা. আমির উদ্দিন রতন, এনামুল কবির, সাদ্দাম হোসেন, শাহীদ আলী, মুন্না আহমদ, জুয়েল আহমদ, জমির হোসেন, আলী হোসেন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম