দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে আবারো হঠাৎ জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। অব্যাহত পশ্চিমা হিমেল বাতাসে এ জনপদে নেমে এসেছে তাপমাত্রা মাপনযন্ত্রের পারদ। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জনপদ।
দিনাজপুরসহ উত্তর জনপদে গত তিন দিন ধরে বইছে পশ্চিমের হিমেল বাতাস। এ বাতাসের ফলে নেমে আসতে শুরু করেছে তাপমাত্রা। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরে সূর্যের মুখ দেখা না যাওয়ায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে শীত।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস।