পূবাইলে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার।
মঙ্গলবার বিকালে নগরীর ৪২ নং ওয়ার্ডের মধ্য বিন্দানের মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে একই এলাকার ছফিল উদ্দিনের ছেলে বায়জিদ ও বকুল সরকারের ছেলে রাজন সরকার গংদের বিরদ্ধে জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ ও থানা-আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগী ফিরোজ মিয়া ও তার স্ত্রী রাহেলা আক্তার ।
সংবাদ সম্মেলনে ফিরোজ ও তার স্ত্রী রাহেলা বলেন, আমাদের আসল দলিল ও আদালতে মামলা থাকা সত্ত্বেও পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে কয়েকবার কারাগারে পাঠান ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠান।
তিনি বলেন, আমাদের মামলার তদন্ত হয় না। আমার জমি দখল করে বাড়ি নির্মাণ ও সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করছেন। জমির ফসল উপরে ফেলেন প্রায়ই। বাধা দিলেই একের পর এক মিথ্যা মামলা হয়ে যায়। স্থানীয় কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ কয়েকবার মীমাংসা করতে বসলেও দখলদাররা তা মানেন না। আমরা স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সুবিচার ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বায়েজিদ জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা আমাদের জমিতে বাড়ি ও ফসল করি। কারোরই জমি দখল করি না।