সুষ্ঠু ভোটের পরিবেশ না পেলে নির্বাচন বয়কটের ঘোষণা জাপা প্রার্থীর
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম বলেছেন, রূপগঞ্জ আসনে সুষ্ঠু ভোটের পরিবেশ না পেলে নির্বাচন বয়কট করবে জাতীয় পার্টি। আমিও বয়কট করব। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুচ্ছগ্রাম এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হবে না: তৈমূর
সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জে নৌকা সমর্থিতরা হুমকি ধমকি দিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে। এমনকি জাতীয় পার্টির কর্মীদের ৭ তারিখে কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো শুরু হয়েছে। শুধু তাই নয়, রূপগঞ্জে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। কারণ টাকা দিয়ে একটি পক্ষ সাধারণ ভোটার ও সমর্থকদের বিভ্রান্ত করছেন।
গুচ্ছগ্রামে প্রচারণা শেষে তিনি রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়ারটেকে একটি নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।